রিকশাওয়ালা

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ০৩ জুন, ২০১৩, ১১:৩৬:২৯ রাত

সাধারণত বৃদ্ধ রিকশাওয়ালা দেখলে তাঁর রিকশায় উঠি না|শুধু অপরাধবোধের কারণে |ধ্যাত উনি কষ্ট করে রিকশা চালাচ্ছেন আর আমি বসে যাচ্ছি|সেদিন এক রিকশাওয়ালাকে পেছন থেকে ডাক দিলাম,উনি মুখ ফেরাতেই দেখি সফেদ শ্মশ্রুর একজন ষাটোর্ধ্ব

বৃদ্ধলোক|মুখের প্রতিটি ভাঁজে যেন স্বপ্নভঙ্গের পূঞ্জিভূত মেঘ জমে আছে|কি করবো,সিদ্ধান্তহীনতায়

ভোগছি কিন্তু উনার চোখেমুখে একজন যাত্রী পাওয়ার ব্যথিত আকুতি দেখে অগ্যতা উঠে পড়লাম উনার রিসকায়|

ভাবলাম আমার জন্য উনার একটু উপকার হয়,মন্দ কি| না হয় একটু বেশিই ভাড়া দিলাম |

উনার কপালের ঘাম যত না দ্রুত পড়েছিল তার চেয়ে ধীরগতির ছিল প্যাডেলের ঘূর্ণন|গন্তব্য পৌছার পর লোকটি হাঁপাতে থাকেন,ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকেন,বুকটা হাঁপরের মত ওঠা নামা করতে থাকে তাঁর|তা দেখে কষ্টটা যেন দ্বিগুণ হলো|

বিষাদের সুরে বললাম

- খুব কষ্ট হলো আপনার তাই না|

-হ্যাঁ কোনদিন চালাই নি যে?

-আজ হঠাৎ চালালেন যে?

চকচক দুঁ ফোটা অশ্রুকে দ্রুত চোখের পাতা ফেলে শুকানোর ব্যর্থ চেষ্টা করে বললেন

-যে সন্তানদেরবুকে আগলে রেখেছিলাম জীবনভর তাদের কারো বুকে ঠাঁই হলো না যে আমার|

তারপর কথা বলতে বলতে উনার গলা যখন ধরে গেল তখন প্রসঙ্গ পাল্টিয়ে বললাম -

দোয়া করবেন চাচা|দেখা হবে ইনশাআল্লাহ|

কিন্তু হৃদয় গহীনের হু হু করে ওঠা চাপাকান্না থামাত পারি নি সেই দিন|ভাবি যাকাত আর সদকার খাতটা যদি সঠিকভাবে সঠিক লোক নির্বাচন করে দেওয়া হতো,তাতে আমাদের সমাজের এমন অসংখ্য চাচারা জীবনের অপরাহ্ণে ঘানি টানার নির্মম করাঘাত থেকে বেঁচে যেতেন|

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File